ঈদকে সামনে রেখে গাইবান্ধার বিপণিবিতান ও মার্কেটগুলোতে ক্রেতাদের ভিড় বাড়তে শুরু করেছে। কেউ ইতোমধ্যে ঈদের কেনাকাটা সেরে ফেলেছেন, আবার অনেকেই শেষ মুহূর্তের অপেক্ষায় রয়েছেন। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মার্কেটগুলোতে কেনাকাটার ব্যস্ততা বেড়ে যাচ্ছে।
এবার ঈদ বাজারে ভারতীয় কাপড়ের তুলনায় দেশীয় কাপড়ের চাহিদা বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে গরমের কারণে সুতি থ্রি-পিস, কটনের বিভিন্ন ডিজাইনের জামা ক্রেতাদের পছন্দের শীর্ষে রয়েছে। এছাড়া ইন্ডিয়ান গাউন, কাজ করা লং ফ্রক ও শিশুদের জন্য বিভিন্ন ডিজাইনের পোশাকও ব্যাপক বিক্রি হচ্ছে। তবে ব্যবসায়ীরা বলছেন, শিশুদের পোশাকের দাম তুলনামূলক বেশি।
পুরুষদের পোশাকে জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্ট, কালার শার্ট, ফুলশার্ট, চেক শার্টের চাহিদা বেশি। তবে এবার বর্ণিল পাঞ্জাবির চাহিদা সবচেয়ে বেশি। এক রঙা বা সাদা পাঞ্জাবির প্রতি আগ্রহ তুলনামূলক কম বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
শুধু পোশাক নয়, ঈদ বাজারে জুতা ও স্যান্ডেলের দোকানগুলোতেও ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে স্টেশন রোডের সু-প্যালেসে ক্রেতাদের উপস্থিতি বেশি।
দোকানটির স্বত্বাধিকারী সোহাগ মৃধা জানান, ক্রেতাদের চাহিদা অনুযায়ী উন্নতমানের জুতা ও স্যান্ডেল বিক্রি করা হচ্ছে, এবং প্রতিদিন সন্ধ্যার পর ভিড় বাড়ছে। ব্যবসায়ীরা আশা করছেন, এবারের ঈদে বেচাকেনা ভালো হবে।